দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে রাহীর তোপের মুখে পড়েছে সফরকারী জিম্বাবুয়ে। ৯৭.২ ওভারের মাথায় রাহীর বলে উইকেটের পেছনে লিটন কুমার দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডোনাল্ড তিরিপানো।
৩১ বল খেলে ২ চারে ৮ রান করে ফিরে যান তিনি। এটা রাহীর তৃতীয় উইকেট।
এর আগে গতকাল কেভিন কাসুজা ও তিমিসেন মারুমাকে ফিরিয়েছিলেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে লড়ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। শনিবার টস জিতে জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২২৮ রান তুলে দিন শেষ করে। আজ রবিবার সেখান থেকে দ্বিতীয় দিনে আবার ব্যাট করতে নামেন শেভরনরা।
ব্যাট হাতে জিম্বাবুয়ের হয়ে সেঞ্চুরি করেছেন অধিনায়ক ক্রেইগ আরভিন। ২২৭ বল খেলে ১৩ চারে ধৈর্যে্যর দারুণ পরীক্ষা দিয়ে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। আরভিনের দিনে বাংলাদেশের হয়ে জ্বলেছেন তরুণ স্পিনার নাঈম হাসান। তিনি ৪ উইকেট তুলে নেন। শেষ বিকেলে সেঞ্চুরিয়ান আরভিনকে ফিরিয়ে বাংলাদেশকে এগিয়ে রাখেন খানিকটা। আজ যত দ্রুত সম্ভব জিম্বাবুয়েকে অলআউট করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।