Sunday, March 16, 2025

ফিক্সিংয়ের দায়ে ৭ বছর নিষিদ্ধ ওমানের ক্রিকেটার

ম্যাচ পাতানোর দায়ে ওমানের ক্রিকেটার ইউসুফ আবদুল রাহিম আল বালুসিকে সাত বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসসি)। আল বালুসির বিরুদ্ধে চারটি অভিযোগ গঠন করা হয়েছে। এগুলোর মাঝে সবচেয়ে গুরুতর হচ্ছে গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের দুর্নীতি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি সোমবার জানায়, ২৯ বছর বয়সী ওই ক্রিকেটার একটি ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন। এ জন্য তিনি সতীর্থ এক ক্রিকেটারের সহায়তাও চেয়েছিলেন। তবে সেই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি।

আইসিসির ইন্টিগ্রিটি ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেন, ‘একজন খেলোয়াড়ের এই ধরনের চেষ্টা একটি গুরুতর অপরাধ। যদিও তিনি সতীর্থ ক্রিকেটারকে গুরুত্বপূর্ণ ম্যাচে ওই অপরাধমুলক কাজে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছেন। তারপরও এটি গুরুতর শাস্তিমুলক একটি অপরাধ। আমাদের তদন্তে বালুসি পুরোপুরি সহযোগিতা না করলে নিষেধাজ্ঞার পরিমান আরো দীর্ঘতর হতো।

Možda vas zanima

spot_img
spot_img