Thursday, October 10, 2024

টাইগাররা বিমানের বিশেষ ফ্লাইটে পাকিস্তান যাচ্ছে

নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর নিয়ে শুরু থেকেই অনীহা প্রকাশ করে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সরকারের অনুমতির পর শেষ পর্যন্ত পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে সম্মতি জানায় বিসিবি। তিন ধাপে পাকিস্তান সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে মাহমুদউল্লাহরা। আজ বুধবার রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে পাকিস্তান যাবে বাংলাদেশ টি-টোয়েন্টি দল।

গতকাল মঙ্গলবার রাতে এ বিষয়টি নিশ্চিত করে বিসিবির একটি সূত্র জানায়, ‘বাংলাদেশ দল চার্টার্ড বিমানে করে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে। বাংলাদেশ বিমানের এই বিশেষ ফ্লাইটে করে কাল রাত ৮টায় রওনা দেবে।’

জানা গেছে, ২৪ তারিখ থেকে মাঠে গড়াবে এই টি-টোয়েন্টি সিরিজ। অপর দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ জানুয়ারি। সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। যা বাংলাদেশ সময়ে দাঁড়াচ্ছে দুপুর ৩টা।

Možda vas zanima

spot_img
spot_img