শিগগিরিই আন্তর্জাতিক মঞ্চে দেখা যাবে মারকুটে অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে পুনরায় ডাক পেয়েছেন এই তারকা। তার সঙ্গে জাতীয় দলে ফিরছেন ওশানে থমাস। শতভাগ ফিট হয়ে দলে ঢুকছেন শিমরন হেটমায়ারও। তিন ক্রিকেটার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন।
শনিবার ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়। কাইরন পোলার্ড দলকে নেতৃত্ব দেবেন। ৪ ও ৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড-
কাইরন পোলার্ড (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেলডন কর্টেল, সিমরন হেটমায়ার, শাই হোপ, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশানে থমাস, হেডেন ওয়ালস জুনিয়র, কেসরিক উইলিয়ামস।