দুই দিনের সফরে গতকাল সোমবার ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন তিনি আহমেদাবাদের ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করেন। সেই মুহূর্তে অভিনব ঘটনার সাক্ষী থাকল বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। আহমেদাবাদে স্টেডিয়ামের উদ্বোধন করতে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে শোনা গেল শচীন টেন্ডুলকার, বিরাট কোহলির নাম। কিন্তু শচীনের নাম ভুল উচ্চারণ করে ক্রিকেট মহলের কটাক্ষের মুখে পড়েন তিনি।
ক্রিকেট ইতিহাসে সব চেয়ে বেশি দর্শক আসন নিয়ে সোমবার সরকারি ভাবে আবির্ভূত হল মোতেরার এই নতুন স্টেডিয়াম। যে অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এই অনুষ্ঠানেই ট্রাম্প বলেন, ‘এটা হল সেই দেশ যেখানে তোমরা বিশ্বের কয়েকজন শ্রেষ্ঠ ক্রিকেটারের নামে জয়ধ্বনি দাও। সুচ্চিন (শচীন) টেন্ডুলকার থেকে বিরাট কোহলি।’
ট্রাম্পের মুখে দুই ক্রিকেট কিংবদন্তির নাম শোনা মাত্র করতালিতে ফেটে পড়ে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। তবে শচীনের নাম করার সময় উচ্চারণ বিভ্রাটে ট্রাম্প বলেন, ‘সু-চ্চি-ন।’ যা নিয়ে আলোচনা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এমনকি থেমে থাকেনি আইসিসিও। মজা করে তারা টুইটারে লেখে, ‘স্যাচ-সাচ-সুচ! কেউ কি জানে?’ ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেনও বিদ্রুপ করে টুইট করেন, ‘কিংবদন্তিদের নাম উচ্চারণ করার আগে একটু গবেষণা করে নেওয়া উচিত।’